ময়মনসিংহের ৫ বছরের শিশু ‘তুবা’ দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজের আই সি ইউ তে আছে। হত দরিদ্র বাবা -মা চান মহান আল্লাহ তাদের সন্তানকে বাঁচিয়ে রাখুন।শিশু ‘তুবা’র বাবা একজন বাক প্রতিবন্ধী। ‘তুবা’ ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানুরামপুর ২নং ওয়ার্ডের বাক প্রতিবন্ধী রউফ মিয়ার একমাত্র মেয়ে। তার মায়ের নাম হাজেরা বেগম।শিশু তুবা’র মাথায়ও ইনফেকশন জনিত কারণে প্যারালাইসিস।বাক প্রতিবন্ধী বাবা ও তার অসহায় মা এখন দ্বিকবিদিক জ্ঞানশূন্য। শোকাবহ ও হতদরিদ্র বাবা-মা আর কোন অবস্হাতেই অর্থের যোগান দিতে পারছেন না।তাই তাদের আর্থিক সহযোগিতা’র প্রয়োজন বললেন তুবা’র মা।তাই তুবা’কে বাঁচাতে সরকারী ও বেসরকারি, সহৃদয়বান ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করছেন তুবা’র বাবা-মা। ইতিমধ্যে তুবা’র পাশে এসে দাঁড়িয়েছে ময়মনসিংহের একটি হতদরিদ্র সহযোগী সংস্হা। যদি কেউ আর্থিক সাহায্য দিতে চান;তাহলে জোনাকি সুলতানা রিমু,বিকাশ নং-০১৯৪৪৪২৩৬০৩ দিতে বললেন তুবা’র মা। তুবা’র মায়ের মোবাঃনম্বর ০১৯২৪৫৫৫৪১৪।
তুবা’র অবস্হা খুবই আশংকাজনক। ডাক্তার বলেছেন, তুবা’র জন্য রক্তও প্লাটিলেট প্রস্তুত রাখতে হবে।তাই সহৃদয়বান ব্যক্তি ব্লাড ও প্লাটিলেট ডোনার ফাহিম আলম, ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ‘পাপড়ী রক্তদান ফাউন্ডেশন ‘মোবাঃনং-০১৯২৫-৪২১২৮৩ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হল।শিশু তুবা বেঁচে থাক মহান সৃষ্টিকর্তার কাছে এ কামনা করছি।