কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী মোসাম্মৎ তানজিলা আক্তার বিথি। পিতাঃ মোঃ তোফাজ্জল হোসেন। মাতা মোসাম্মৎ হোসনেয়ারা বেগম।গ্রাম দৌলতপুর ‘ছায়াবিতান। ডাকঘর :কুমিল্লা ৩৫০০। উপজেলা :আদর্শ সদর।রোড নং ১০।জেলা: কুমিল্লা। এই মেধাবী ছাত্রী শিক্ষাকে অগ্রযাত্রা দূর বানিয়ে জীবনের সব বাধাকে পিছনে রেখে আজএ পর্যায়ে উন্নীত হয়েছেন।এই মেধাবী ছাত্রীর পরিবারের সদস্য সংখ্যা ৮জন।এই মেধাবী ছাত্রী সম্পূর্ণভাবেই শারীরিক প্রতিবন্ধী। এবং এই মেধাবী ছাত্রীর বাবা একজন রাজমিস্ত্রি ও সব সময় কাজ থাকে না। তা কখনও কখনও আমরা অনাহারী উদয় হয়ে কাটাই।বাসা ভাড়া পাওনা আছেই। অন্যের ওপর নির্ভরশীল হওয়া জীবন বুঝায় মত মনে হয় কখনও কখনও এই অসুস্থ জীবন নিয়ে চরম হতাশায় নিপতিত হই জীবন সম্পর্কে এক ধরনের ঘৃণা জম্ম নেয়। ও আমার ভাইয়ের কথা তো বাদ দিলাম বিভিন্ন সময় চিকিৎসকের পরামর্শ মতো বড় ধরনের চিকিৎসা করলে আমরা ভালো হবে।আমি হাঁটতে পারবো কিন্তু এই ধরনের চিকিৎসা খরচ ব্যয় রইল এতে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা প্রয়োজন বা আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই এই মেধাবী ছাত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চিকিৎসার জন্য আবেদন জানাই।