ময়মনসিংহ ফুলপুর উপজেলায় আজ 12 মে বৃহস্পতিবার ফুলপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর মত এই তারিখে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।এবং এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের কোনো বিকল্প নেই।
বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং নার্সদের অধিকার রক্ষা করতে নার্সিং সেক্টরে বিনিয়োগ বাড়ান”
সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভা,এবং র্যালি বের করা হয়।এবং কেক কাটার মধ্যে দিবসটি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত।