জেলা পুলিশ, কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজারহাট থানা কতৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বিকেল ১৭.৩০ ঘটিকায় উমরমজিদ উনিয়ন অন্তর্গত ঘুমারুভীমশীতলা সাকিনস্থ মাদক ব্যবসায়ী মোঃ আজিম সরকার (২৫), পিতাঃ মোঃ আজিজল ব্যাপারী এর বসতবাড়িতে আসামির হেফাজত হতে ১৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ সহ গ্রেফতার করা হয়।