অদ্য ১০/০৫/২২ ইং রোজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০/৩০ মিনিটের সময় এ ঘটনা টি ঘটে। কুমার খালি থানার তেবাড়িয়া। লোকটি একজন কুমার খালি ফাজিল মাদ্রাসার শিক্ষক বাসা থেকে মাদ্রাসায় ঢুকার সময় কে বা কাহারা এক দল অপরিচিত মুখুশ ধারি দুর্বৃত্তরা মটর সাইকেল থেকে ফেলে বেপরোয়া ভাবে মার ধর ও গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে কুমার খালি থানা স্বাস্থ্য-কমপ্লেক্স নিয়ে যায়। এবং এখন সে কুমার খালি থানা স্বাস্থ্য-কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।তবে এখন পর্যন্ত কে বা কাহারা ঘটনা টি ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারি নি। আর জানা যায় তার পকেটে থাকা কিছু টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনা টি জানার পর ছুটে আসেন তার ছোট বোন মুর্শিদা। এ সময় উপস্থিত থেকে সে আমাকে ঘটনা টি জানান। এবং পুলিশ প্রশাসনের কাছে তার আকুল আবেদন বিষয় টি নিশ্চিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা হোক। এবং আমি আমার ভাই কে মেরেছে তাদের সুষ্ঠু বিচার চাই এবং এর তিব্র নিন্দা জানাই। আমি মোছাঃ মুর্শিদা খাতুন।