দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান গ্রুপের চুক্তিবদ্ধ ৯০০ জন কৃষকের ৭০০ একর জমিতে চাষকৃত বোরো ধান সংগ্রহ ২০২২এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার বিকেল ৫টায় উপজেলার মেলাবাড়ী বাজারে প্রান এগ্রো বিজনেস এর আয়োজনে প্রানের চুক্তিবব্ধ কৃষক পর্যায়ে বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ফুলবাড়ীর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোছাঃ রুম্মান আখতার। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, প্রান কোম্পানীর সকল কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফুলবাড়ী রাঙ্গামাটিস্থ প্রান কম্পানীর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, প্রান কোংঃ অরগানিক ভিত্তিতে দিনাজপুর এলাকায় ধান চাষ শুরু করেছে । প্রথম বারের মতন ৭০০ একর জমিতে ৯০০ কৃষকের মাধ্যমে বোরো ধান উৎপাদন শুরু করা হয়েছে । সেই উৎপাদিত ধান কৃষকের নিকট হতে ন্যায্য মূল্যে সংগ্রহ শুরু করা হলো। আনুমানিক ২০ হাজার টন ধান সংগ্রহ করা হবে। দিন দিন উৎপাদন এবং সংগ্রহের পরিমান বৃদ্ধি করা হবে আমরা দেশের চালের চাহিদা মিটিয়ে প্রায় ১৫০ টি দেশেও চাল রফতানি করছি ।
মোঃ হারুন-উর-রশীদ
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৭৮১৭৬১৭
তারিখ ঃ ১০.০৫.২০২২ইং