ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের উদ্যোগে বিশ্ব “মা” দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ই মে) সকালে বিশ্ব মা দিবসে কোটচাঁদপুর উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কতৃক মায়েদের পা ধোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।উপজেলা সহকারী ভূমি কমিশনার (কোটচাঁদপুর) নিরুপমা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হেসেন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফারজেল হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ,মঈন উদ্দিন আহম্মেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম প্রমুখ।
এসময় কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মায়েরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।