“মদ,নারী,তাস এই তিনে সর্বনাস”
নাটোর জেলার নলডাঙ্গা থানার ঝটিকা অভিযানে রাত্রী ১০.৫০ টার সময় ০৪( চার) জন জুয়ারী আটক,জুয়া খেলার উপকরণ এবং নগদ ১৫০০/= (পনেরশত) টাকা জব্দ করে। খাজুরা উজানপাড়া গ্রামস্হ গ্রামস্থ, জৈনক সানোয়ার হোসেন(৩৫) পিতা আবু সাইদ এর পূর্ব দুয়ারী একচালা টিনের ঘরে, চৌকির উপর নীল রঙের পলিথিন বিছিয়ে বসে টাকা দিয়ে তাস খেলার সময় জুয়ারি ০১। জীবন হালদার (৪০), পিতা দ্বিজেন হালদার ০২।রফিকুল ইসলাম(৪২) পিতা জলিল,০৩। আরমান আলী(৪১), পিতা মোয়াজ্জেম হোসেন, সর্ব সাং খাজুরা উজানপাড়া ০৪। তপন(৪৩), পিতা মৃত প্রানকান্ত, সাং খাজুরা ডাঙ্গাপাড়া, সর্বথানা নলডাঙ্গা, জেলা নাটোরগণকে আটক করে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
৭-৫-২০২২