পূর্ব শত্রুতার জের ধরে আজ ঈদের দিন বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াদী গ্রামে খোরশেদ বাবুল (৪২) কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত বাবুলকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহত বাবুল ঢাকার সাভারে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঈদের ছুটিতে বাড়িতে এসে তিনি এ হামলার শিকার হন। হামলার ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত বাবুলের স্ত্রী সুলতানা রাজিয়া জানান, তারা স্বামী বাবুলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পার্শ্ববর্তি জাইদেরগাও গ্রামের জসিম ও তার ছেলের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্ধের সূত্র ধরে ঈদের দিন বিকেলে সুযোগ পেয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ জসিম ও তার ছেলে হালিম সহ ৮/৯ জন মিলে হামলা করে। বাবুলের ডাকচিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে হালিম, ডালিম, মুজা,বিল্লাল,ফয়সাল, হৃদয়, জসিম, শেখ ফরিদ ও আমিরকে আসামি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিপক্ষের লোকজন এখনো এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদী পক্ষ। এছাড়া বাবুলের স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও হুমকি দিচ্ছেন ওই সন্ত্রাসীরা।