বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার যুবদল নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বিভিন্ন ইউনিয়নে ঘুরছেন। ঈদ পূর্নমিলনীতে যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজানুর রহমান নদীর পশ্চিম পারের বাইশারী, সৈয়ককাঠি, ইলুহার, উদয়কাঠি ও বিশারকান্দি ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সবার খোজ খবর নেন যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজানুর রহমান। তাদের এলাকায় আসার সংবাদে এলাকায় ইউনিয়নের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে তাদেরকে বরন করে নেন। তাদের আগমনে পথে পথে যেন মিলন মেলায় পরিনত হয়।
বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বানারীপাড়া-উজিরপুর) উপজেলার রাজনৈতিক অভিভাবক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র গড়া এই যুবদল আজ রাজনীতির মাঠে সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করে। এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র স্নেহ ভাজন বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব তাদের নেতৃত্বের সর্বোচ্চ পরিচয় দিয়ে নেতা কর্মীদের অন্তরে আসিন হয়েছেন। এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র দিক নির্দেশনা ও সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা চেতনাকে বাস্তবায়নে রূপ দিতে বানারীপাড়া উপজেলা যুবদল এক অনন্য নাম। এই পূর্নমিলনীকে কেন্দ্র করে গত কাল ছিল বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা। আর সেই পথে পা দিয়ে এক শ্রেনীর ব্যক্তি বর্গ এই মহোতি অনুষ্ঠানকে বানচাল করতে হাজারো প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু সুমন হাওলাদার ও মিজানুর রহমান’র বলিষ্ট নেতৃত্বে শত বাধা পেরিয়ে শান্তি পূর্ন ভাবে ঈদ পূর্নমিলনী ও শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।এ সময় তাদের সাথে যোগ দেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সোহরাব তালুকদার, হারুন তালুকদার, মজিবুল হক, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য পাবেল হাওলাদার, মিজান, সফিকুল ইসলাম, মিজান রাঢ়ি, ডালিম, ডাঃ মহসিন, কামাল ফকির, মনির, কালাম, ফিরোজ। এছাড়া ও বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতারা। তাদের মধ্যে যুবদল নেতা শাহিন হাং, রাজ্জাক, আবু সাঈদ, রুবেল হোসেন, মিজানুর রহমান, নিপু হাং, আরিফ,
সহিদ,রফিক খান,জালিস, ওয়াসিম মৃধা, মিন্টু আকন, মিলন, সুমন, রানা তালুকদার,মিরাজ, সাজু, মিরাজ হোসেন, মোস্তফা, রেজাউল বাহাদুর,সেলিম বাহাদুর, হাসান বাহাদুর, সবুজ, মিরাজ, সজিব, বেলাল হোসেন প্রমূখ। মিলন মেলায় নেতা কর্মীদের উপস্থিতিতে এবং তাদের আন্তরিকতা আপ্লুত আবেগাপন্ন হয়ে আহবায়ক সাব্বির হোসেন সুমন বলেন আজ আমি আনন্দিত। আমার নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাই আমাকে ও আমার সদস্য সচিব মিজানুর রহমানকে যে দায়িত্ব দিয়েছেন আপনাদের উপস্থিতিই প্রমান করে আমরা তার দেয়া দায়িত্বের মান রাখতে সক্ষম হবো। আগামী দিনে যে কোন আন্তোলন সংগ্রামে বানারীপাড়া উপজেলা যুবদল হবে রোল মডেল। এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে বানারীপাড়া উপজেলা যুবদল হবে অন্যতম হাতিয়ার। সর্বপরি সকল নেতা কর্মীদের সাথে সৌহার্ধ্যপূর্ন আচরন ও
আগামী দিনের স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাবার দৃঢ়তা ব্যক্ত করে ফিরে আসেন।