সামছুদ্দোহা ফরিদ
বিধাতা বেধে দিয়েছেন বিধান
গোলাকার ধরিত্রীর বৃত্তে
কেহ নয় সীমানার বাহিরে
অবনত মস্তিষ্কের নিমিত্তে।
সচল সবই একই ধারা
আদি থেকে অন্ত
চন্দ্র সূর্য সব কিছুর বৈশিষ্ট্য
সবকিছু একই নিয়মে প্রাণবন্ত।
দিয়েছেন লিখিত বিধান
প্রশ্ন ফলাফল জানা আগাম
আইনের অধীনে জিন ইনসান
লঙ্ঘনে বিধাতা ইনসান পেরেসান।
ডাহুকের কণ্ঠে,কোকিলের কুহু তান
গাছ গাছালী আল্লাহ আল্লাহ অফুরান
প্রকৃতিতে সব সৃষ্ট অবনত প্রাণ
প্রাণ খুলে গাইছে আল্লাহর গুণ গান।
সূর্যের সীমারেখা কেবল সূর্যাস্ত
বিশ্ব ধরা এভাবে ন্যাস্ত
যার যার বৈশিষ্ট্য সবেগবান দ্বীপ্ত
মৃত্যুর কাছে সবাই পরাস্ত।
সব কিছুর উপরে দিয়েছেন আধিপত্য
মানুষ কে দিয়ে ইবাতের শর্ত
পাঠিয়ে লক্ষ আল্লাহর দূত
সাজিয়েছেন গোটা মর্ত্য।
নিয়ামতে আবিষ্ট মানব
বেঈমানি স্বভাবের দানব
লঙ্ঘনে বিধাতার বিধান
ব্যহত করেছে সৃষ্টির মান।