‘জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় সচেতনতা’ এই প্রতিপাদ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ মে বিকালে বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আয়োজনে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংগঠনিক সভা, ফোনে ফোনে রক্তদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ খালেকুজ্জামান পারভেজ বুলবুল, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান শামীম তালুকদার, শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ কায়সার রশীদ। সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান ও মোঃ সামিউল হাসান শামীম।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার বিভিন্ন উপজেলা কমিটির আহবায়ক ও সদস্যবৃন্দ।
এদিকে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতির মাঝে মানসম্মত ও বৈচিত্রপূর্ণ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।