বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে জেলা শ্রমিকলীগ ও জেলা শ্রমিকদল। সমাজতান্ত্রিক দল বাসদ দিনটি উদযাপন উপলক্ষে রবিবার (১মে) সকাল ১১টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অন্যদিকে সকাল সাড়ে ১০টায় নগরীর টাউনহল গেট থেকে বরিশাল জেলা প্রশাসন,শ্রম অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্ব একটি র্যালি বেড় করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করে। পরে এখানে মহান মে-দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্ধোধন করে।
অপরদিকে বরিশাল জেলা ও মহানগর শ্রমিকলীগ নগরীর সোহেল চত্বরে মহানগর শ্রমিকলীগের সভাপতি পরিমল দাশের সভাপতিত্বে এক সমাবেশ শেষে নগরীতে একটি র্যালি বেড় হয়। এদিকে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে বরিশাল জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আয়োজনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী। পরে নগরীতে এক লাল পতাকার মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদররোডে এসে শেষ করে।