আজ ১লা মে রোজ বরিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই দিনটি যথাযথ মর্যাদায় শ্রমিকরা পালন করেন। আজ বাংলাদেশের শ্রমিকরা দিনের কাজ বন্ধ রেখে স্বরন করেন। সেই সকল আন্দোলনে মজুরির টাকার দাবিতে শহীদ হওয়া শ্রমিকদের।
দাকোপ উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকায় এক বর্ণাঢ্য রালী বের হয়। বর্ণাঢ্য রালী বের হয়ে চালনা বাজার পৌরসভা এলাকার মেইন মেইন সড়ক প্রদর্শন করেন। প্রদর্শন শেষে দাকোপ উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
দাকোপ উপজেলার শ্রমিক লীগের সভাপতি জনাব গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে মে দিবসে এক আলোচনা সভা ও ইফতার বিতরন আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন
দাকোপ উপজেলার আওয়ামী লীগের সংগ্রামি সভাপতি গরীব অসহায় মানুষ কান্ডারী জনাব আলহাজ্ব শেখ আবুল হোসেন, আরো উপস্থিত ছিলেন, জনাব সনত্ কুমার বিশ্বাস মেয়র চালনা পৌরসভা দাকোপ খুলনা। চেয়ারম্যান বাবু বিনয় কৃষ্ণ রায়, চেয়ারম্যান ২নং দাকোপ ইউনিয়ন পরিষদ দাকোপ খুলনা। জনাব কে এম কবির সদস্য খুলনা জেলা পরিষদ। চালনা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুল ইসলাম আক্কেল। শ্রমিক লীগের নেতা কমারেশ ঢালী, সাংবাদিক জি এম রেজা, সাংবাদিক যুব লীগ নেতা শিপন ভূইয়া, উত্তাম মন্ডল সহ অনেকে।