নানা কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। এসকেএস ফাউণ্ডেশনের ‘ওয়াশ ইন ইনস্টিটিউটশন ’ প্রকল্পের সহযোগিতায় রবিরার (১৭ অক্টোবর ২০২১) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কর্মসূচির মধ্যে ছিল হাত ধোয়া প্রদর্শনী, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ ও আলোচনাসভা।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিগণ।
আয়োজিত আলোচনাসভায় বক্তারা করোনাকালীন ও করোনা পরবর্তীতে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সবার কাছে পৌঁছে দেয়ার গুরুত্ব তুলে ধরেন।