সীমান্তবর্তী শার্শা উপজেলা এলাকা থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) বিকালে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে মাদক সহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শার গোগা গ্রামের ইয়ার আলী মোল্লার ছেলে আক্কাছ আলী (৩০) ও একই গ্রামের রফিকুল মোল্লার ছেলে আলামিন মোল্লা (৩০)। উদ্ধারকৃত মাদকের মুল্য ৬০ হাজার টাকা।
এবিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, সাতমাইল এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন সাতমাইল টু গোগা গামী সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।