বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৩য় পর্যায়ে ফুলবাড়ী উপজেলার ২২৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করে। ফুলবাড়ী উপজেলা অডিটরিয়ামে দিনাজপুর-৫ আসনের এম,পি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার বাড়ি প্রাপ্তদের হাতে বাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ফাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,ুিউপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,সহকারী কমিশনার (ভুমি) শামিমা আক্তার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ প্রমূখ।
মোঃ হারুন-উর-রশীদ
ফুলবাড়ী, দিনাজপুর।
০১৭১৭৮১৭৬১৭.
তাং ২৬.০৪.২০২২