ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লঁ পেনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।রোববার (২৪ এপ্রিল) আইফেল টাওয়ারের পাদদেশে ম্প ডি মার্স পার্কে বিশাল স্ক্রিনে ভোটের ফলাফল প্রকাশ হওয়ামাত্রই বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন ম্যাক্রোঁর সমর্থকরা। এসময়, জনসাধারণ একে অন্যের সাথে কোলাকুলি করতে দেখা যায়।এর বিপরীতে, হতাশাগ্রস্ত লঁ পেনের সমর্থকদের একটি দল প্যারিসের উপকণ্ঠে একটি বিস্তীর্ণ অভ্যর্থনা হলে শিস দিয়ে দুয়ো ধ্বনি দেয়।
এদিকে পেন পরাজয় স্বীকার করেছেন কিন্তু জুনের সংসদ নির্বাচনকে সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।