দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সারাদিনের বৃষ্টিকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রূখে দাঁড়াও বাঙালি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ দলীয় অফিস (পাকেরহাটস্থ) হতে পাকেরহাটের প্রধান সড়ক প্রতক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শান্তি শোভাযাত্রা মিছিলটি শেষ হয়ে সম্প্রীতি সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সনাতন ধর্মালম্বী ব্যাক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, আওয়ামীল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।