বিগত-১৮/০৪/২০২২ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০ ঘটিকা হইতে সুবর্না সহিদ কে পাওয়া যাচ্ছে না বলিয়া উক্ত মাদ্রাসার মোহতামিম রাত অনুমান ১১.০০ ঘটিকায় তাহার পিতা মোঃ শহিদুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে জানান।পরবর্তীতে নিখোঁজের আত্মীয়-স্বজনের বাড়ী বিভিন্ন স্থানে খোজাখোজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান। এখনো খোজাখোজি অব্যাহত আছে।কিন্তু এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।গত ২০/০৪/২০২২ তারিখে কেন্দুয়া থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়।জি.ডি. নং ৮৯৪।
হারানো ব্যাক্তির বর্ননাঃ
সুবর্না সহিদ (১১), গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, চোখ কালো, মুখমন্ডল গোলাকার, সে স্বাভাবিক ভাষায় কথা বলে।
যদি কোনো সু হৃদয়বান ব্যাক্তি মেয়েটির সন্দান পেয়ে থাকেন
এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
01729820816