দিনাজপুরের বিরামপুরে ইয়াবা ও হেরোইনসহ সানোয়ার হোসেন (৪০) ও সাহারা খাতুন (৩৫) নামের মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী দম্পতি হলেন, পৌর শহরের পূর্বজগন্নাথপুর আমবাগান মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে সানোয়ার হোসেন ও সানোয়ার হোসেনের স্ত্রী
সাহারা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (২২ এপ্রিল) শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে পৌর শহরের পূর্বজগন্নাথপুর আমবাগান সানোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫.২ গ্রাম হেরোইন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী দম্পতি সানোয়ার হোসেন ও তার স্ত্রী সাহারা খাতুনকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসায়ী দম্পতির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।