মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
থানার সংবাদ সম্মেলন থেকে জানা যায়,শুক্রবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো.হিমেল(১৮),মেহেদী হাসান(১৮),মো.আদর(১৮),মো.জাবেদ(১৮)সহ ৫জনকে আটক করা হয়।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভির হাসান জানান, গোপন তথ্যের বৃত্তিতে যৌথ অভিযানে গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চরবাউশিয়া ফরাজিকান্দি পাখির মোড় নামক এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-৩১।