রংপুর এর পিরগঞ্জ সহ বিভিন্ন স্থানে হত্যা অগ্নিসংযোগ ও লুতরাজের প্রতিবাদে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গাইবান্ধায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখা, ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখা ও জেলা কৃষক লীগের যৌথ উদ্দোগে মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে শহরের নাট্য সংস্থার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, আওয়ামীলীগ শহর শাখার সভাপতি এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদস্য ওমর ফারুক রুবেল, আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সরদার সাইদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, কৃষকলীগ গাইবান্ধার সাধারণ সম্পাদক দীপক পাল, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোশাররফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, তাতীলীগ শহর শাখার যুগ্ন আহবায়ক সুজন মিয়া।
এ সময় সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা রংপুর এর পিরগঞ্জ সহ বিভিন্ন স্থানে হত্যা অগ্নিসংযোগ ও লুতরাজের প্রতিবাদে সাম্প্রদায়িক সন্ত্রাসদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।