ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মালিকবিহীন ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার খোসালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে তারা।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার মহেশপুর থানার খোসালপুর গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে।