২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৮:০৩| হেমন্তকাল|

ঝিনাইদহের কাতলামরীর ঘাটে জরাজীর্ণ সেতুতে ঝুকি নিয়ে চলছে পণ্য পারাপার, দ্রুত নির্মাণের দাবি

মোঃ আব্দুল রাজজাক( মনটু ) খুলনা বিভাগীয় প্রধান
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২,
  • 17 Time View

ঝিনাইদহের হলিধানী- কাতলামারী- চারাতলা সড়কের ঘোড়াগাছা হাইস্কুল সংলগ্ন নবগঙ্গা নদীর উপরের সেতুটির পাটাতন ভেঙ্গে গর্তে পরিনত হয়েছে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চলাচল ও পণ্য পারাপার। সেতুটি দীর্ঘ দিন নির্মিত হওয়ায় বেশ কয়েক জায়গায় জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে স্কুল ছাত্র ছাত্রী ও দুই পারের মানুষ । এই সেতু হরিনাকুন্ডুর সাথে সদর উপজেলার মানুষের সামাজিক, আর্থিক ও শিক্ষার সেতু বন্ধন তৈরি করেছে। তাছাড়া এই সেতু দিয়ে হরিনাকুন্ডু থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝিনাইদহ শহরে ও সদর উপজেলার ডাকবাংলা, বৈডাঙ্গা, হলিধানী ও নগর নগরবাথান বাজারসহ বিভিন্ন বাজারে তাদের ধান, পান, কলাসহ নানা কৃষি পণ্য পরিবহন বাজারজাত করে। হরিনাকুন্ডু এলজিইডি অফিসসূত্রে জানা যায়, ১৯৮৬ সালে ৫৫.৫মিটার লম্বা নবগঙ্গা নদীর উপরে প্রায় ৮১লাখ টাকা ব্যয়ে তৎকালীন এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু তার পরে আর কখনো এই সেতুর সংস্কার করা হয়নি ফলে সেতুটির পাটাতনে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। খুব দ্রুত সংস্কার না করলে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী এম ডি রাকিব বলেন আমরা সেতুটির সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই আশা করছি পাশ হয়ে আসবে, তখন আমরা সংস্কার বা নির্মাণ কাজ শুরু করতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category