ঝিনাইদহের হলিধানী- কাতলামারী- চারাতলা সড়কের ঘোড়াগাছা হাইস্কুল সংলগ্ন নবগঙ্গা নদীর উপরের সেতুটির পাটাতন ভেঙ্গে গর্তে পরিনত হয়েছে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চলাচল ও পণ্য পারাপার। সেতুটি দীর্ঘ দিন নির্মিত হওয়ায় বেশ কয়েক জায়গায় জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে স্কুল ছাত্র ছাত্রী ও দুই পারের মানুষ । এই সেতু হরিনাকুন্ডুর সাথে সদর উপজেলার মানুষের সামাজিক, আর্থিক ও শিক্ষার সেতু বন্ধন তৈরি করেছে। তাছাড়া এই সেতু দিয়ে হরিনাকুন্ডু থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝিনাইদহ শহরে ও সদর উপজেলার ডাকবাংলা, বৈডাঙ্গা, হলিধানী ও নগর নগরবাথান বাজারসহ বিভিন্ন বাজারে তাদের ধান, পান, কলাসহ নানা কৃষি পণ্য পরিবহন বাজারজাত করে। হরিনাকুন্ডু এলজিইডি অফিসসূত্রে জানা যায়, ১৯৮৬ সালে ৫৫.৫মিটার লম্বা নবগঙ্গা নদীর উপরে প্রায় ৮১লাখ টাকা ব্যয়ে তৎকালীন এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু তার পরে আর কখনো এই সেতুর সংস্কার করা হয়নি ফলে সেতুটির পাটাতনে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। খুব দ্রুত সংস্কার না করলে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী এম ডি রাকিব বলেন আমরা সেতুটির সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই আশা করছি পাশ হয়ে আসবে, তখন আমরা সংস্কার বা নির্মাণ কাজ শুরু করতে পারবো।