২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৮:৪৮| হেমন্তকাল|

নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী আটক।

এ,কে,এম,খোরশেদ আলম নাটোর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২,
  • 11 Time View

নাটোর জেলার নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ২১( একুশ) পিচ্ ইয়াবাসহ, এক মাদক ব্যবসায়ী আটক, মিজান ব্যাপারী(২৬), পিতা সোবহান ব্যাপারী, সাং সালেমপুর আমহাটি(সালিমপুর চক আমহাটি), থানা নাটোর সদর, জেলা নাটোর কে দুপুর ০১.০৫ টার সময়, নলডাঙ্গা থানধীন বাঁশিলা কাচারীপাড়া গ্রামস্হ, কালি মন্দির সংলগ্ন উত্তর পার্শ্বে পায়ে চলা কাঁচা রাস্তার উপর হইতে আটক করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ বলেন “যে মুখে ডাকি মা,সে মুখে মাদক না” সমাজ ও দেশকে মাদকের ভয়াল থাবা হইতে রক্ষা করতে,পুলিশকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে, আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।আপনার পরিচয় গোপন রেখেই পুলিশ কাজ করবে। অফিসার ইনচার্জ, নলডাঙ্গা থানা এর সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১২৪৭৩০, এই মোবাইল নম্বরে ফোন/নরমাল মেসেজ/ হোয়াটসএ্যপে কল এবং মেসেজ দিয়ে তথ্য জানাতে পারবেন।

এছাড়াও নিম্নোক্ত ফেসবুক আই ডি লিংক ও বিট সমূহের পেজ এর লিংকে গিয়ে লাইক দিয়ে ও ফলোয়ার হয়ে আমাদের নিয়মিত আপডেট জানা সহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তথ্য দিতে পারবেন।
মাদক পরিবার, সমাজ ও দেশের জন্য ক্ষতিকর, আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি,মাদকমুক্ত পরিবার,সমাজ ও দেশ গড়ি। তথ্য দিন,সেবা নিন। পুলিশ সব সময়ই আপনার পাশেই আছে।

অদ্য মিজান ব্যপারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
২১-০৪-২০২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category