বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ অক্টোবর ২০২১ ইং তারিখ ১১.০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনের দক্ষিণ দিকে উত্তরবঙ্গ হইতে ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সিজু (৩২), পিতা-মোঃ লাল মিয়া, সাং-তেরখাদিয়া, থানা-রাজপাড়া, জেলা-রাজশাহী’কে মোট ২০০ গ্রাম হেরোইন, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করে। অপর একটি আভিযানিক দল ১৮ অক্টোবর ২০২১ ইং তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন স্টেশন বাজার এলাকায় আলীশান আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ লিটন (৩৪), পিতা-মোঃ ইবনুল ইসলাম, সাং-নয়ানগর, ২। মোঃ শাকিল হোসেন (১৯), পিতা-মোঃ মন্টু মিয়া, সাং-নয়ানগর, উভয় থানা-হাকিমপুর এবং ৩। মোঃ রাজু আহম্মেদ (৩৫), পিতা-জবেদ আলী, সাং-কাটলা, থানা-বিরামপুর, সর্ব জেলা-দিনাজপুরদের‘কে মোট ১১২ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব–১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।