তুমি আমাকে ভুলে গিয়ে
নিজেকে চালাক ভেবো না,
কারণ আমি তোমাকে ভালোবাসি
আমার জীবনের চেয়েও বেশি।
তুমি আমাকে অবহেলা করে
নিজেকে বুদ্ধিমান ভেবো না,
কারণ আমি তোমার পাশে আছি ছায়ার মতো,
আসুক না তোমার বিপদ যতো।
তুমি আমাকে অপরাধের দোহাই দিয়ে
নিজেকে চতুর ভেবো না,
কারণ তোমাকে কাছে পাওয়ার কামনা সম্ভ্রান্ত গহীন,
যাহার তুলনায় দুষ্কৃতি হীন।
তুমি আমার সাথে অভিনয় করে
নিজেকে দক্ষ ভেবো না,
কারণ আমি তোমার মুখের করতে পারি সব কাজ,
তুমি চাইলে সাজতে পারি মৃত্যুর সাজ।
তুমি আমাকে ধোকা দিয়ে
নিজেকে তীক্ষ্ণ ভেবো না,
কারণ তুমি যতই চেষ্টা করো
তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না