দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে সজনের দাম কেজিতে ২৫ টাকা কমেছে। এক সপ্তাহ আগেও সজনে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তবে এখন তা কমে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে শিম প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও বাজারে উঠেছে জাতীয় ফল কাঁঠাল। তবে তা পাকা নয়, তরকারি হিসেবে খাওয়ার কাঁচা কাঁঠাল প্রতিপিস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা দরে।
হিলিতে বাজার করতে আসা আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে সজনে ছিল ৪০ টাকা, আজ তা ১৫ টাকা দরে কিনেছি। দাম কমায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের সুবিধা হয়েছে।ক্রেতা লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আজ বাজার করতে এসে কাঁচা কাঁঠাল দেখে কিনলাম। তরকারি হিসেবে এই কাঁচা কাঁঠালের স্বাদের জুড়ি নেই।’
বিক্রেতা সোহেল রানা বলেন, ‘শিমের মৌসুম এখন শেষ পর্যায়ে। এ কারণে শেষ সময়ে কিছু শিম এসেছে। এসব শিম বিরামপুর থেকে আমাদের বাজারে আসছে। বর্তমানে এসব শিম ৩০ টাকা করে কিনে পরিবহন খরচ মিলিয়ে খুচরা ৪০ টাকা দরে বিক্রি করছি। এ ছাড়া একসঙ্গে সব গাছ থেকে সজনে পাড়ার কারণে বাজারে সরবরাহ বেড়েছে, দামও কমেছে। বাজারে নতুন তরকারি হিসেবে কাঁচা কাঁঠাল উঠেছে। নতুন হিসেবে এই তরকারির বেশ চাহিদা রয়েছে।’