যুদ্ধ নয় গো বন্ধু, ভাল বাসা চেয়েছি, ভাল বাসা দিয়েছি।আর পেয়েছি শুধু মিথ্যা কথার বুলি, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে হ্রদয়।
রক্ত আর রক্তে লেখা নাম যে তার।
ঠিক তাই আমি এমন একজনের কথা বলতে যাচ্ছি, বড় এক বিশ্বাসঘাতকের কথা, নির্দয়বান, মিথ্যা চলোনা মহি, প্রতারক চক্রের সদস্য, লম্পট আনিসুর রহমান (আরিফ) আসলে নামটি সঠিক কি না কে জানে?
এখানে তার শেষ নয়।
গত ইংরেজি ২০১৬ সাল মিথ্যা বিবাহের নামে পেড়িতে বসেন তিনি। এ প্রতারক আরিফ ,অসহায় দরিদ্র পরিবারের সরল সোজা, কমল মনের প্রকৃতির একটি নিরীহ মেয়েকে। মিথ্যা আশ্বাস, মিথ্যা বাচার আশা দেন।
কিন্তু হয়নি ঘর সংসার, হয়নি তার একদিনও হাতেহাত রেখে পথ চলা। প্রতারকের মিথ্যা সাজানো আসা গুলোর কাছে। হেরে যেতে হলো মেয়েটার।এখানে শেষ নয়, তার পরিবার থেকে নিয়েছে বিভিন্ন সময় প্রায় পাঁচ লাখ টাকা। সব ছিল তার সাজানো গল্পের মত কাহিনী। সিনেমার যেন ,একটি ছবির সুটিং।
এই প্রতারক আনিসুর রহমান আরিফ
বিভিন্ন সময় বিজিবি সদস্য বলে পরিচায় দেন। কখনো আবার বিভিন্ন সরকারী পর্যায়ে চাকরি বা উচ্চপদে চাকরি দেন তিনি, এমন প্রতারণা করে চলেছে।
এই প্রতারক বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়ে ঘুরে চলেছে।আর প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সরল সোজা গ্রামের গরীব, মধ্যেবিত্ত পরিবার। একে ধরিয়ে দিন।আইনকে সহযোগিতা করুন।