নাটোর জেলায় নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক, হাফিজুর রহমান সোহাগ(৩২),পিতা হাকিম মন্ডল সাং মাধনগর পুকুর পাড় , থানা নলডাঙ্গা, জেলা নাটোর কে বিকেল ০৩.৩০টার সময়, নলডাঙ্গা থানধীন পূর্ব মাধনগর গ্রামস্হ সাজু সরদার পিতা বেলাল সরদার এর বাড়ীর পশ্চিম পার্শ্বের পুকুরের উত্তর কর্নার হইতে চেঁউখালি গ্রামস্হ আটক করে।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ বলেন,
“যে মুখে ডাকি মা,সে মুখে মাদক না”
সমাজ ও দেশকে মাদকের ভয়াল থাবা হইতে রক্ষা করতে,
পুলিশকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে, আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন, আপনার পরিচয় গোপন রেখেই পুলিশ কাজ করবে। অফিসার ইনচার্জ, নলডাঙ্গা থানা এর সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১২৪৭৩০।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
১৮-০৪-২০২২ইং