ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রদল।
রবিবার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সন্ধ্যায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার এই খবরে, তাৎক্ষণিক বানারীপাড়া উপজেলা, পৌর চাখার কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে
বাসস্ট্যান্ট থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় বাসস্ট্যান্ট এলাকায় এসে আনন্দ করে মিছিলটি শেষ হয়।