দিনাজপুরের খানসামা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল,১মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,থানা ওসি কামাল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,খানসামা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক নুরনবি ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।