গত ১৫ এপ্রিল-২০২২, শুক্রবার বিকেল ৪ টায় জাতীয যুব পরিষদ বৃহত্তর ঢাকা মহানগর এর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় যুব পরিষদের প্রধান উপদেষ্টা তানিয়া রব বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের ভোটাধিকার হরণকরে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে রেখেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে আওয়ামী লীগ নিজেই বিরোধী দলে পর্যবসিত হবে। এ দেশের জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করবে না। খবর বাপসনিউজ।
তানিয়া রব আরও বলেন, খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সামরিক শাসন জারি না করলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন জারি করা কারো পক্ষে সম্ভব ছিল না। সামরিক শাসন আমদানীর দায় আওয়ামী লীগকেই গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হচ্ছে প্রজাতন্ত্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, রাষ্ট্রকে পুনর্গঠন করা। গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে বর্তমান দুর্বিষহ রাজনৈতিক অবস্থার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র-যুব সমাজ সহ সমগ্র জাতিকে ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র-যুব সমাজ সহ সমগ্র জাতিকে গণজাগরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
প্রতিনিধি সভার পূর্বে গোলাপ শাহ মাজারের রাস্তায় জেএসডি চত্বরে জাতীয় যুব পরিষদ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির প্রতিবাদ, রাষ্ট্র মেরামত ও জাতীয় সরকারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুব পরিষদ বৃহত্তর ঢাকা মহানগর এর সমন্বয়ক শামীম আহমেদ স্বাধীন এর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুব পরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মাহফুজুল আলম জাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আহসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিপুল পারভেজ মিরাজ, ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব পরিষদ কেন্দ্রীয় সদস্য আজিম হোসেন মানিক, জেএসডি নেতা আলী আহম্মদ, মোঃ লিটন, বাচ্চু সরদার, মোঃ কামাল, মোঃ সুমন, মোঃ বাতেন ও নারী নেত্রী লতিফা বেগম প্রমুখ।