কি পেলাম ১২ বছর প্রবাসে থেকে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই নাহ। যা ইনকাম করে ছিলাম সবই ভোগ করলো বোন ও তার স্বামী। শেষ পর্যন্ত যখন জানলো আমি একেবারে দেশে ফিরে যাব। তখনই নিজের অসুস্ত পতিবন্ধি মায়ের উপর অত্যাচার শুরু করে মেরে পেলার জন্য ব্যংকের বই নিয়ে যায়। মায়ের নাম নকল করে তুলে নেয় সব টাকা। তারপরই বাড়ির সমস্ত মালামাল সহ নিয়ে পালিয়ে যায় হবিগঞ্জ শহরে। আমি হবিগঞ্জ এর মাননীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আমার বিষয়টি একটু দেখেন।