এসো হে বৈশাখ, এসো এসো।আজ রোজ বৃহস্পতিবার বাংলা ১৪২৯ সন পহেলা বৈশাখ।
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবর উৎসব ১৪২৯ উদযাপন উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন।
দাকোপ উপজেলা থেকে বর্ণাঢ্য রালী শোভাযাত্রা চালনা বাজার মেইন মেইন সড়ক প্রদর্শন শেষে দাকোপ উপজেলার মাঠে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মিন্টু বিশ্বাস দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব গলিব মাহমুদ (পাশা) এসিল্যান্ড, জনাব আননূর যাহেদ সাহেব অফিসার ইনচার্জ দাকোপ থানা,সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। তাছাড়া উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ। বক্তারা বলেন নতুন সাজে নতুন ভাবে হিংসা অহংকার, হানাহানি, ক্রোধ দুঃখ ভুলে কাধে কাধ মিলে আগামির পথচলার শপাথ নিয়ে বাঙ্গালীকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নয়নের ধারায়।
দাকোপ উপজেলার মাঠ যেন এক আনন্দের মাঠে পরিনত হয়।
এ নতুন বছরের নতুন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বাঙ্গালীর সাজে সাজ নিয়ে আসেন অনেকে।