চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় বাংলাদেশী একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। থানা ও সরজমিনে জানা গেছে, উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চরধরমপুর গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে আজাহার আলী (৫৫) গত ৩ দিন আগে (১৫ অক্টোরর ২০২১) দুপুরে মহানন্দা নদীতে গোসল করার নাম করে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে সোমবার (১৮ অক্টোবর ২০২১) বেলা সাড়ে ১২ টার সময় একই উপজেলার দলদলী ইউনিয়নের খড়কপুর গ্রামের পূর্বে বাংলাদেশ সীমানায় মহানন্দা নদীর কুলে স্থানীয় পাবলিক দেখতে পেলে প্রথমে বিজিবি ও পরে ভোলাহাট থানা-পুলিশ লাশটি উদ্ধার করে বলে জানানো হয়। লাশটির পারিবারিক সূত্রে জানান, মৃত আজাহার আলীর মৃগী ব্যারাম ছিলো বলে জানান। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ভোলাহাট থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান, থানার এসআই মোস্তাফিজুর রহমান।