অতিরিক্ত দামে পন্য বিক্রিসহ নানা অপরাধে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। (১৩ই-এপ্রিল) বুধবার সকালে শহরের পায়রা
চত্বর,কেপি বসু সড়কে এ অভিযান চালানো হয়। জানা যায়,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সকালে শহরের কেপি বসু সড়কে অভিযান চালায়।
সেসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও দোকানীর কেনার রশিদ না থাকায় ৫০ হাজার ও শহরের পায়রা চত্বরে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক জিয়াউল হক। সেসময় ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা-অধিদপ্তর জানান অভিযান অব্যাহত থাকবে।