নেত্রকোণায় বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণের উপস্থিতিতে হাওরের ফসল রক্ষা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন —পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সভার প্রারম্ভে জেলা প্রশাসক হাওরাঞ্চলের আশঙ্কাজনক সময় ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক এফ এম মোবারক আলী, নেত্রকোণা সদর পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুন্জি,খালিয়াজুড়ি উপজেলা কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সমবেতজনদের উদ্দেশ্যে তিনি বলেন,বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হাওরাঞ্চলের ভাগ্যন্নোয়নে মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই সজাগ রয়েছেন। তাই তিনি হাওরের কোন সমস্যা দেখা দিলেই ছুটে আসেন।সাম্প্রতিক কালে বন্যার কবল থেকে বাঁধ রক্ষা করায় জেলা প্রশাসন,সাংবাদিক ও এলাকার কৃষকদের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতি বছর হাওরের বাঁধ আরো আগেই শেষ করতে হবে। বিশেষ করে বাঁধের দু’পাশে হিজল ও করচ গাছের বন তৈরি করতে হবে।তিনি পিআইসি নির্ধারণের ব্যাপারেও সজাগ থাকার পরামর্শ দেন।