২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৯:১১| হেমন্তকাল|

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২,
  • 31 Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে বেরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।

ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড এÐ ভাউসি) সেলিম রেজার সঞ্চালনায় আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক (সেলপ) উত্তম বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মÐল, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি (আইটি) বিষয়ক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, এনজিওকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন অংশ নেন। #

মোঃ হারুন-উর-রশীদ
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল-০১৭১৭৮১৭৬১৭।
তাং ১২.০৪.২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category