মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ২০২১ উদযাপন উপলক্ষে গজারিয়ায় কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমুখ।