ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। “’শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে বৃক্ষরোপণ, কেক কাটা ও জাতির জনকের পরিবারের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে প্রধান অতিথির আলোচনা রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঝিনাইদহ-মাগুরা মহিলা সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম। কোরআন তেলওয়াত শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস। দোয়া শেষে ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে কেক কেটে খাওয়ানো হয়। এবারই প্রথম দিবসই যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালিত হলো। অপরদিকে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস উপলক্ষে ঝিনাইদহে ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে গাছের চারা রোপন করা হয়েছে।
১৮|১০|২০২১| সাল। রোজ, সোমবার।