মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর ভার্চয়ালী শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে সারা দেশের ন্যায় খানসামা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে ভার্চুয়ালী অনুষ্ঠানটি অংশগ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,খানসামা থানা ওসি কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও সুবিধাভোগী গণ।