বরিশালের বানরীপাড়া থানাধীন সৈয়দকাঠী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালীকে মারধর করে প্রাননাশের হুমকি দেন তার ছেলে দুলাল বালী।
গত বৃহস্পতিবার (৭-এপ্রিল) সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালীর নিজ বাস ভবন আউয়ারে গাছ কাটাকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের এক পর্যায়ে তার বড় ছেলে দুলাল বালী বৃদ্ধ অসহায় মুক্তিযোদ্ধা বাবাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।
অভিযোগ সূত্রে, জানা যায় অভিযুক্ত দুলাল বালী জোরপূর্বক বাড়ির গাছ বিক্রি করে হামেদ ব্যাপারি নামে এক ব্যবসায়ীর কাছে। এবিষয়ে তার পিতা আবুল হাসান বালী নিষেধ করায় তাকে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছে।
এ বিষয়ে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত করে ভিকটিম আবুল হাসান বালীর কাছে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ঐ পিতাকে।