আজ সকাল ৯ টায়, নাটোরের সিংড়া উপজেলার, ৪ নং কলম ইউনিয়ন পরিষদে, ১৫৬০ জন লোকের মধ্যে টি সি বির পন্য সঠিক ভাবে বিতরণ করা হয়েছে।
টি সি বির পন্য বিতরনের আগে, শুভ উদ্বোধন করেন, ৪ নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মইনুল হক চুনু।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া, ১৫৬০ টি পরিবারের মধ্যে টি সি বির খাদ্য পন্য অসহায় মানুষের হাতে সঠিক নিয়মে তুলে দিতে চাই।
আজকের টি সি বির পন্যের প্যাকেজ ছিলো, চাল ২ কেজি, তেল ২ কেজি, ছোলা বুট ২ কেজি, ডাল ২ কেজি।