সমাজে ছড়িয়েছে যত ব্যধি
হিংসের তীক্ষ্ণদন্ত
ঘাড়ে চেপে অহংকার
সব করছে ছারখার!
সত্য মিথ্যার আবরণে
বন্দী শত সাধনা করা প্রাণ
গেল কত মৌসুম
পেল কত সুবর্ণ সুযোগ
তবুও এলোনা ফিরে
সত্য কারাগারে!
সত্য অনিন্দ্য
সত্য সবখানে অনবদ্য
যথায় রবে সত্যের অবয়ব
ভয়ঙ্করদর্শন
সেথায় বয়ে নিয়ে আসবে কল্যাণ!
মনুষ্যত্ব প্রায় বিলুপ্ত
অহংকারের আঁচল
রেষারেষি প্রতিদ্বন্দ্বী
যুগের বাস্তবতা
ঝেড়ে ফেলো সব
অহংকার হিংসা বিদ্বেষ
ফিরে এসো রবের সান্নিধ্যে
কলমের লিখা শেষ হয়েছে
কাগজসমূহ শুকিয়ে গেছে।