দেশের প্রথম সরকারি ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি গাইবান্ধার সকল শিক্ষার্থীদের অায়োজনে বৃহস্পতিবার দুপুরে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম থেকে মেডিসিন বিষয়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ সরিয়ে ফেলে এই কোর্সকে মানহীন করার প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে র্্যালী প্রদক্ষিন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশন আইএলএসটি গাইবান্ধা শাখার সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক নিতাই চন্দ্রপার্থ, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নহু ইসলাম ও ছাত্রীদের পক্ষে তামান্না মারিয়া অাশা প্রমুখ। সমাবেশ শেষে আইএলএসটি অধ্যক্ষ বরাবরে শিক্ষার্থীদের দাবী সমূহ স্বারকলিপি পেশ করেন।