জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৯টায় উপজেলা কোমারপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, নওগাঁ বদলগাছী মুখি একটি সিএনজি আসছিল অপর দিক থেকে গ্যাস বোঝাই একটি ট্রাক আসার সময় মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করেন।
আহতরা হল বদলগাছী উপজেলার চাকলা গ্রামের লুৎফরের ছেলে ফেরদৌস হোসেন ধলু(৩৫)কেশাইল গ্রামের কফিল উদ্দীনের ছেলে এমদাদুল(৪২)মৃত তফিজ উদ্দীনের ছেলে আক্কাস আলী(৪৯)পারিচা গ্রামের মৃত আজিজুলের ছেলে পারিস হোসেন(৪৩)চক আধাইপুর গ্রামের মৃত মছির উদ্দীনের ছেলে সবদুল ইসলাম(৪৫)।
এদের মধ্যে ফেরদৌস হোসেন ধলু(৩৫)চিকিৎসা ধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ওসি তদন্ত রায়হান হোসেন বলেন, ঘটনার স্থল থেকে গাড়ী ২টি থানায় নিয়ে আসা হয়েছে এবং ড্রাইভার দুজনকেও আটক করা হয়েছে।