এ,কে,এম, খোরশেদ আলম নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদলে পবিত্র রমজান উপলক্ষে নলডাঙ্গা পৌরসভার ৩,৪,ও ৫ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন শামীম আহমেদ জেলা প্রশাসক নাটোর। আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ উপজেলা চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, সুখময় সরকার উপজেলা নিবাহী কমকর্তা নলডাঙ্গা নাটোর, আব্দুস শুকুর সভাপতি আওয়ামীলীগ নলডাঙ্গা উপজেলা নাটোর, মুসফিকুর রহমান মুকু সাধারণ সম্পাদক আওয়ামীলীগ উপজেলা নলডাঙ্গা নাটোর,মনিরুজ্জামান মনির পৌর চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, শিরিন মহিলা ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, ৪,৫,৬,নং ওয়ার্ডের কাউন্সিল, পৌর-পরিবার, অনসার সদস্য, স্কাউট সদস্য, নলডাঙ্গা রিপোটার্স ইউনিটের সকল সাংবাদিকসহ দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গ। এ,কে,এম, খোরশেদ আলম নাটোর। ০৭-০৪-২০২২ ০১৭১৬-৮২৪৬০০