দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে।
১৮ অক্টোবর সোমবার সকালে খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন পক্ষ হতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। পরে খানসামা উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ববিশ্বাস প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার আরডিও কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান,কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,পিআইও মাজহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।